নিখিল কর্মকার, নদীয়াঃ বিজেপি যে অভিযোগগুলো তুলছে সেগুলো সবই সত্যি, সেই কারনেই জেলা এসপি, ডিএম সবাই জেলা ছেড়ে পালিয়েছে। তার কারণ সামনা-সামনি হওয়ার মতো ক্ষমতা তাদের নেই। নদীয়ার জেলাশাসক এবং এসপির সঙ্গে দেখা না করতে পেরে ক্ষোভ উগড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি নদীয়া জেলা কার্যালয়ে আসেন। জেলার বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকও করেন।
এরপরই পূর্বঘোষিত অনুযায়ী জেলাশাসক এবং এসপি দপ্তরে যান সাক্ষাৎ করতে। মূলত ভোট গণনার পর থেকেই যেভাবে বিজেপির উপর রাজ্যের শাসক দল আক্রমণ চালিয়েছে এর পাশাপাশি প্রশাসন যেভাবে মিথ্যা মামলায় বিজেপির একাধিক নেতা নেত্রীদের গ্রেফতার করছে সে বিষয়ে কথা বলতে এসেছিলেন তিনি। জেলার জেলাশাসক এবং এসপিদের দেখা না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
শুভেন্দু অধিকারী বলেন, যেহেতু বিজেপির প্রত্যেকটা অভিযোগ সত্য সেই কারনে তারা আগে থেকেই জেলা থেকে পালিয়েছে। আর এর পিছনে রয়েছে রাজ্যের শাসকদলের নির্দেশ। লকডাউন উঠে গেলে আমি নিজে ৯০০০ হাজার কর্মী নিয়ে দেখা করতে আসবো বলেও হুঁশিয়ারি দেন তিনি।
Social