প্রবীর মণ্ডল, বর্ধমানঃ বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রাকে ঘিরে সম্প্রীতির মহামিলন ক্ষেত্র হয়ে উঠল পূর্ব বর্ধমানের গাংপুর সংলগ্ন স্বস্তিপল্লী। সকাল থেকেই পূজার্চনা চলে জগন্নাথ দেবের মন্দিরে।
রীতিনীতি মেনে ১০৮ ঘড়া জলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। সকালে মন্দির থেকে তিন বিগ্রহ মন্দিরের বারান্দায় এনে চলে এই স্নানযাত্রা। ধুমধাম করে চলল পূজা।
কিন্তু কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে খুব কমসংখ্যক ভক্তদের নিয়ে এদিনের এই স্নানযাত্রা সুসম্পন্ন হয়।
Social