দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জুড়ে একদিকে করোনা ভাইরাসের থাবা অপরদিকে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে ক্রমশ প্রবল হচ্ছে সংকটের ছবি। এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয়। রোগীর আত্মীয় পরিজনদের হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে। এই কঠিন পরিস্থিতিতে রক্তের চাহিদা ও যোগানের সামঞ্জস্য বজায় রাখার জন্য এবং ‘রক্ত দান জীবনদান’ এই বাণীকে পাথেয় করে বাঁকুড়ার ইন্দাস তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে শনিবার একটি রক্তদান শিবির ও বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করা হয়।
এদিনের রক্তদান শিবিরে ১০০ জনের উপর রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি হবিবর রহমান, বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জী, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোল্লা নাসের আলি, চন্দন রক্ষিত সহ অন্যান্য নেতৃত্ব।
Social