সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ পুলিশি হেফাজতের মধ্যে যুবকের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ বরাকরে। মহম্মদ আরমান আনসারী (২১)যুবক তাকে ছিনতাইয়ের ঘটনার সন্দেহে ঘটনার জিজ্ঞসাবাদের জন্য কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে তারপর ওই যুবকের মৃত্যু হয় এরপর পুলিশ আসানসোল জেলা হাসপাতলে ময়না তদন্তের জন্য মৃতদেহটি পাঠান এর পর মঙ্গলবার ওই যুবকের মৃত্যর ঘটনার খবর জানতে পেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ! মৃত যুবক বরাকর এলাকার বাসিন্দা এরই পর বরাকর রাস্তা অবরোধ শুরু করে একই সাথে বরাকর ফাড়ির পুলিশের গাড়ি ও ফাঁড়িতে ভাঙচুর ও ইট পাটকেল ছোড়ে চালানো হয় পুলিশ কাদানি গ্যাস চার্জ করে!
এলাকাবাসীর অভিযোগ যে বরাকর নিজের বাড়ি থেকে মহম্মদ আরমান আনসারী (২১)বছরের যুবককে সোমবার ছিনতাইয়ের ঘটনার সন্দেহে জিজ্ঞসাবাদের জন্য নিয়ে যায় ওই যুবককে তারপর তাকে আসানসোল জেলা হাসপাতালে দিয়ে আসে পুলিশ এবং মঙ্গলবার সকালে বিষয়টি পরিবারকে জানায় পুলিশ এরই পর যুবকের মৃত্যুর খবর শোনা মাত্রই এলাকার মানুষ বরাকর রামনগর রোড অবরোধ করে একই সাথে বরাকর ফাঁড়ির পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়ি ও ফাঁড়ি ভাঙচুর চালায় ছোড়া হয় ইট পাটকেল পুলিশের একটি গাড়ি ও দুটি মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়া হয় ফাঁড়ির চোহদ্দি মধ্যে ! আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশরেটের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর বলেন যে, পুলিশি হেফাজতে ওই যুবকের মৃত্যু হয় এই ঘটনাতে বরাকর ফাঁড়ির আধিকারিক অমরনাথ দাস সহ আরেক পুলিস অফিসারকে সাস্পেন্ড করা হয় এবং পুলিশ কমিশনার বলেন এই ঘটনার তদন্ত করা হচ্ছে ! পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ যে পুলিশ জিজ্ঞসাবাদের নামে বরাকর ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশ মারধর করাতে মৃত্যু হয়েছে এবং আসানসোল জেলা হাসপাতালে ওই যুবকের মৃত দেহটি পাঠিয়ে দিয়ে সকালে পরিবারের লোকদের পুলিশ খবর দেন বলে অভিযোগ করেন !
Social