নিখিল কর্মকার, নদীয়াঃ নিয়ম বিধি মেনেই মায়াপুর ইসকনের রথের রশিতে পড়ল টান। এবারে করোনা পরিস্থিতির জন্য নিয়ম রক্ষার রথ অনুষ্ঠিত হলো তীর্থ নগরী মায়াপুর ইসকনে। বহিরাগত দর্শনার্থী ছাড়াই শুধুমাত্র মায়াপুর ইসকনের অল্পসংখ্যক ভক্তদের নিয়ে পালিত হল ইসকনের রথ।
অন্যান্যবার তিনটি পৃথক রথে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে মহাসমারোহে রথ উৎসব পালন করা হতো। করোনার তৃতীয় ঢেউ যাতে কোনোমতেই মন্দির নগরীকে স্পর্শ না করতে পারে সেই কারণেই রথযাত্রায় কাটছাঁট করা হয়েছে। বহিরাগতদের বিকেল চারটে পর্যন্ত মন্দির চত্বরে ঢোকার ওপর বিধিনিষেধ রয়েছে।
এবারে সকাল সকাল মন্দির নগরী মায়াপুরে প্রথম জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়লো ইসকন মায়াপুরে।
Social