দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ গত বছর করোনার জন্য বহু বছরের প্রাচীন রথের রশিতে টান পড়েনি। আশা ছিল এবছর জগন্নাথদেব রথে চড়ে মাসির থেকে নিজের বাড়ি যাবেন৷ কিন্তু এ বছরেও বাধ সাধল করোনা৷ যেভাবে করোনার ভয়াল থাবা মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করেছে তাতে এ বছরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জায়গার রথ। আর তাই মঙ্গল বার রথযাত্রায় মন খারাপ আপামর জনগণের।
অপরদিকে বাঁকুড়া জেলার, ইন্দাস ব্লকের, শাশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাশপুর গ্রামে রাজবাড়ির রথ করোনার বিধি নিষেধাজ্ঞা না মেনেই অনুষ্ঠিত হচ্ছে রথ যাত্রা। রথ দেখতে রাজবাড়ির সমস্থ পরিবার সহ সাধারণ মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। আমরা সকলেই জানি, করোনার মূল্যবান অস্ত্র মাস্ক, সেই মাস্কই ছিল না আগত অধিকাংশ দর্শনার্থীর মুখে।
Social