Breaking News

উচ্চমাধ্যমিকে নাম্বার বৃদ্ধির দাবিতে চাকুলিয়া হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

সন্তোষ মোদক, উত্তর দিনাজপুরঃ উচ্চমাধ্যমিকের নাম্বার বৃদ্ধির দাবিতে চাকুলিয়া থানার চাকুলিয়া হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, চাকুলিয়া হাইস্কুলের উচ্চমাধ্যমিকের মোট পরীক্ষার্থী ছিল ২৯০ জন। পাস করেছে প্রত্যেকেই। তবে ৫০ শতাংশের বেশি ছাত্র-ছাত্রীদের নাম্বার খুবই কম থাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ এত কম নাম্বারে কোনো কলেজে আমাদের ভর্তি নেবে প্রশ্ন তুলছেন স্কুলের ছাত্রছাত্রীরা। দ্বাদশ শ্রেণীর এক ছাত্র জানান, যারা পড়াশোনায় ভালো ছিল না তারাই ভালো নাম্বার পেয়েছে এবং আমরা প্রত্যেক দিনই স্কুলে আসতাম পড়াশোনা করতাম আমাদের কারও নাম্বারে ভালো হয়নি বলে অভিযোগ তোলেন। স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে কারচুপি করছে বলে এমনই অভিযোগ তুলেছেন তারা। 

অন্যদিকে চাকুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক বাসুদেব সরকার জানিয়েছেন, প্রত্যেক বছর উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীরা ভালো ফল করে কিন্তু এ বছর ছাত্র-ছাত্রীরা ভালো ফল করতে পারিনি বলে দুঃখ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন একাদশে ছাত্রছাত্রীরা কম গুরুত্ব দেয়। কিন্তু দ্বাদশ শ্রেণীতে উঠে তারা ভালো করে পড়াশোনা করে। ভালো ফলাফল করে  ছাত্রছাত্রীরা। কিন্তু এ বছর তাদের হাতে কিছু ছিল না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

About Burdwan Today

Check Also

“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *