টুডে নিউজ সার্ভিস, কেষ্টপুরঃ গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত কেষ্টপুরের শতরূপা পল্লী। ভষ্মিভূত প্রায় ৫০ টি ঝুপড়ি দোকান। প্রথমে দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে পনেরোটি ইঞ্জিন ও দুটি রোবট আনা হয়। শতরূপা পল্লীর এই কিছু ঝুপড়িতে দোকানের মধ্যে খাবারের দোকান, সাইকেলের দোকান, আসবাবপত্র ও চায়ের দোকান ছিল। বেশকিছু দোকানে রাত্রি বাস করতেন। সেরকমই একটি ঝুপড়ি থেকে প্রথম আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাতেই ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সিলিন্ডার ফেটে যাওয়ায় স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং দু’জন দমকল কর্মী জখম হয়েছেন।
বিস্তারিত আসছে…
Social