দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সোমবার রাতে কয়েক ঘন্টার অবিরাম বৃষ্টির ফলে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে জল। বাঁকুড়া জেলার সামডোঘাট বর্ধমান রোডের জিনকরা রাস্তায় এই চিত্র দেখা গেল। ঐ এলাকার কিছু কিছু দোকানে পর্যন্ত জল ঢুকে পড়েছে। রাস্তার এত জল যে মানুষের যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে। পাশাপাশি জল দেখতে আশেপাশের লোকজন ভিড় করেছে রাস্তায়। প্রচন্ড বৃষ্টিতে জল জমার ফলে বাস চলাচল বন্ধ। স্থানীয় বাসিন্দারা বলেন, সোমবার রাতে প্রচুর বৃষ্টি হয়। তার ফলে মঙ্গলবারে এই অবস্থা। এত জল হয়েছে যে গ্রামের ভিতরে পর্যন্ত জল ঢুকে পড়েছে।
প্রিয়াঙ্কা দাস নামে খন্ডোঘোষ থেকে আসা এক মহিলা বলেন, বিরাট জল। রাস্তার উপর এক কোমরের উপর জল। ট্রাক্টর করে পেরিয়ে এলাম।
Social