আশিস কুমার ঘোষ, গুরাপঃ এটিএম জালিয়াতি কান্ডে এক ব্যাক্তিকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করলো গুড়াপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধনিয়াখালির গুরবারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা গ্রামের, সীতারাম স্মৃতি মন্দির নামক একটি আশ্রম আছে।যেখানে গত কয়েক মাস যাবত ঝাড়খন্ড নিবাসি দাদা বিনয় পাঠক ও ভাই নারান পাঠক দুজনে কাজ করতেন। অভিযোগ গত জুন মাসে শরীর খারাপ বলে ভাই নারান পাঠক আশ্রমের গুরুজির এ টি এম কার্ডটি চুরি করে ঝাড়খন্ড চলে যায়। কিন্তু দেখা যায় জুলাই মাসের ১৪ ও ১৫ তারিখে ঐ আশ্রমের গুরু ত্রিদন্ডী স্বামী চন্দ্রমোহন মহারাজের এটিএম থেকে প্রায় ৭৭ হাজার টাকা তোলা হয় ঝাড়খন্ডের একটি এটিএম থেকে। তড়িঘড়ি তিনি ব্যাঙ্ক ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
গুড়াপ থানার পুলিশ তদন্তে নেবে জানতে পারে ভাই নারান পাঠক এই কাজ করেছে। তড়িঘড়ি গুরাপ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু সান্যাল টিম গঠন করে নারান পাঠকের তল্লাশি শুরু করেন। অবশেষে মোবাইলের সূত্র ধরে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত নারান পাঠক-কে। এই কাজের সাথে আর কে কে যুক্ত আছে তার ও তদন্ত শুরু করেছে পুলিশ।
Social