Breaking News

হাইড্রেনের জলে পড়ে ভেসে গিয়ে মৃত্যু হল দু’বছরের শিশুর

 আশিস কুমার ঘোষ, হুগলীঃ  বিহারে বন্যার হাত থেকে রক্ষা পেতে তারকেশ্বরে মামার বাড়ি এসে বন্যার জল থেকে রক্ষা পেল না দুবছরের শিশু, হাই ড্রেনের জলে পড়ে ভেসে গিয়ে মৃত্যু হয় ওই দুবছরের শিশুর, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার ১৪ নং ওয়ার্ডে, প্রবল বর্ষণে এমনিতেই জল মগ্ন হয়ে পড়েছিল ওই  ওয়ার্ড, যদিও জল নেমে গেছে ওই এলাকায়। তবে ১৪নং ওয়ার্ড সংলগ্ন হাইড্রেনটি জলে পরিপূর্ণ এবং তারকেশ্বর শহর সহ বেশ কয়েকটি ব্লকের জল ওই হাইড্রেন দিয়ে পাস হয়ে গিয়ে পড়ছে জয় কৃষ্ণ বাজার এলাকায় রণের খালেে । পরিবার সূত্রে জানা  সকাল দশটা নাগাদ খেলতে খেলতে হাইড্রেনে পরে যায় ওই শিশুটি ,তবে পরিবারের কারও চোখে পড়েনি, ড্রেনে পরে প্রায় এক কি.মি. ভেসে গিয়ে রণের খালের সংযোগ স্থলে ভেসে ওঠে, স্থানীয় দের নজরে পড়তেই উদ্ধার করে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে আর রক্ষা করতে পারলো না, পরে শ্রীরামপুর হসপিটালে পাঠিয়েছে তারকেশ্বর পুলিশ।

এক সপ্তাহ আগে বিহার বন্যা হওয়ার কারণে শিশুটি ও তাঁর মা তারকেশ্বর আসে দাদার বাড়ি, দাদার বাড়ি এসেও বন্যার হাত থেকে রক্ষা পেল না ছোট্ট শিশুটি। ওই শিশুর নাম বর্ষা রাব, মায়ের নাম মিনা রাব, বাবার নাম রাহুল রাব। হঠাৎ করে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, 

About Burdwan Today

Check Also

আম্বেদকর ইস্যুতে বর্ধমানে তৃণমূলের প্রতিবাদ মিছিল

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করেছে শাসকদল তৃণমূল। সংসদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *