দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বুধবার সাতসকালে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার পানুয়া-ডোমপাড়া গ্রামে। মৃতের নাম শেখ মনিরুল (৩৬)। বাড়ি জয়পুর থানার দৌলতচক গ্রামে। স্থানীয়দের একাংশের দাবি, মঙ্গলবার রাতে কোতুলপুর থানার এক সিভিক ভল্যান্টিয়ার টুবাই চক্রবর্ত্তীর সঙ্গে জয়পুরের দৌলতচক গ্রামের শেখ মনিরুলের টাকা-পয়সা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। আর এই ঘটনার জেরেই মদ খাইয়ে ঐ সিভিক ভল্যান্টিয়ার ছুরি দিয়ে শেখ মনিরুলকে খুন করেছে বলে তারা অভিযোগ করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার সকালেই কোতুলপুর থানার পুলিশ পানুয়া-ডোমপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত ঐ সিভিক ভল্যান্টিয়ারকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। স্থানীয়রা এই খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন।
Social