দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবস। করোনা পরিস্থিতি করোনা বিধি মেনে বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই গ্রামে স্বাধীনতা দিবসে পালিত হল। আকুই আউট পোস্টে পতাকা উত্তোলন করেন আকুই আউট পোস্টে ইনচার্জ রবিশঙ্কর দাস এবং আকুই ইউনিয়ন হাই স্কুলে প্রধান শিক্ষক সুরজিৎ দলুই।
উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। আকুই ইউনিয়নের প্রধান শিক্ষক সুরজিৎ দলুই প্রথমে আকুই গ্রামে স্বাধীনতা সংগ্রামী ননীবালা গুহের মুর্তিতে মাল্যদান করেন ও শেষে জাতীয় সঙ্গীত দিয়ে এই দিনটি পালন করেন ।
Social