Breaking News

জেলার সাংগঠনিক পদে রদবদল, নতুন দায়িত্বপ্রাপ্তদের সংবর্ধনা

সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ  জেলা সাংগঠনিক পদে রদ বদলের পরে নতুন দায়িত্ব প্রাপ্তদের সংবর্ধনা জানানো হল আসানসোল বাজার তৃণমুল দলীয় কার্যালয়ে। বুধবার সকালে এই সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন,  জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়,  জেলা সভাপতি বিধান উপাধ্যায়,  জেলা শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক,  আসানসোল পৌরনিগমের কনভেনার ভি সিবদাসন সহ আরও অনেকে।

 এদিন জেলা সভাপতি বিধান উপাধ্যায় বিরোধী রাজনৈতিক দল নিয়ে বলেন,  পৌর বোর্ড দখল মানে  জবরদস্তি দখল নয়। ভোটে মানুষকে সাথে নিয়ে দখল। ওরা সব সময় মিথ্যাবাদী। এর আগে ২০১৪ তে যা যা বলে গেল, যা যা করেছে সব জন বিরোধী। আমাদের সরকার আমাদের দল যা যা বলেছে তা ভোটের পরেও মানুষের জন্য করেছে। আবার দুয়ারে সরকার চালু হয়েছে ।

   আসানসোল পৌরসভায় প্রায় ৬০ টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে প্রশ্নে কনভেনার ভি সিবদাসন বলেন, এটা মুঙ্গেরিলালের স্বপ্ন দেখছে।  উল্লেখ্য কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, বিধানসভা ভোটের নিরিখে বিজেপি প্রায় ৬০ টি ওয়ার্ডে এগিয়ে আছে। সব মিলে জেলার নতুন পদাধিকারীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি সকলকে নিয়ে পথ চলার বার্তা দিলেন জেলা নেতৃত্ব।

About Burdwan Today

Check Also

অভিনব ভাবে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জানালো আরাধ্যা ছবি আঁকার স্কুল

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ হাতের কাজের তৈরি অভিনব ফুলের স্তবক দিয়ে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জানালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *