হায়দার আলি, বাঁকুড়াঃ প্রাচীনকাল থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে পবিত্র শোক হিসাবে পালিত হয় মহরম। ইসলাম ধর্মালম্বী মানুষ মহরম মাসে শোক পালন করেন, সমস্ত খুশি ত্যাগ করে ইমাম হোসেন-হাসেন এর নামে রোজা পালন করেন। তাই এদিন সারা বিশ্ব জুড়ে পালিত হলো মহরম। সেই মতো বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া’য় পালিত হলো মহরম। গ্রামের সমস্ত মানুষ একসাথে মিলিত হয়ে শোক মিছিলের আয়োজন করে।
এলাকার যুবকেরা গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মর্ছিয়া বা জারি গান করতে থাকে এবং রাত্রিতেও মর্ছিয়া হতে থাকে। এই মর্ছিয়া দেখতে এলাকার মানুষ জমায়েত হয় ।
Social