টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের অন্যতম জনপ্রিয় মিষ্টি সীতাভোগ ও মিহিদানা। ২০১৭ সালে জি আই (জিওলজিক্যাল আইডেন্টিফিকেশন) স্বীকৃতি পায়। বর্ধমানে ঐতিহাসিক এই মিষ্টিকে এবার স্বীকৃতি দিলো ভারতীয় ডাক বিভাগ। শুক্রবার বর্ধমান মুখ্য ডাকঘরে এক অনুষ্ঠানে সীতাভোগ মিহিদানার ছাপ দেওয়ার বিশেষ কভার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডাকঘরের আঞ্চলিক অধিকর্তা (দক্ষিণবঙ্গ) শশী সালিনি কুজুর, ছিলেন বর্ধমান ডিভিশনের সিনিয়ার সুপারেন্ডের অফ পোষ্ট সৈয়দ ফরজ হায়দার নবী, বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডাস ওয়েলফেয়ার এস্যোসিয়েশনের সভাপতি প্রমদ কুমার সিং।
এদিন শশী সালিনি কুজুর বলেন, বর্ধমানের এই বিখ্যাত মিষ্টি প্রচার এবং জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগ একে প্রমোট করছে এর ফলে বর্ধমান ছাড়াও অন্যান্য জায়গায় সীতাভোগ মিহিদানার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
Social