বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বুধবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে রেশন, রেশনের সুবিধা পেতে সর্বসাধারণকে আর পোহাতে হবে না ভোগান্তি। তারই পরিপ্রেক্ষিতে বুধবার গোটা রাজ্যের পাশাপাশি নদীয়ার নবদ্বীপ পৌরসভার চব্বিশটি ওয়ার্ডের মধ্যে সাতটি কেন্দ্রে শুধুমাত্র এদিন পরীক্ষামূলকভাবে অনুষ্ঠিত হলো দুয়ারে রেশন প্রকল্প।
এই দিনের দুয়ারে রেশন প্রকল্পে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ নদীয়ার সাব ডিভিশনাল অফিসার সহ অন্যান্য স্থানীয় প্রশাসনিক ব্যক্তিবর্গ। নবদ্বীপের পাশাপাশি এই দিন পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প অনুষ্ঠিত হয় রানাঘাট, শান্তিপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে।
Social