দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ শুক্রবার বিশ্বজুড়ে পূজিত হবে বিশ্বকর্মা। বাঁকুড়া জেলার ইন্দাসে মাতবে বিশ্বকর্মাপূজার পাশাপাশি মনসা পুজোয় । সেই উপলক্ষে বৃহস্পতিবার দ্বারকেশ্বর নদী থেকে জল এনে মনসা দেবীর পায়ে ঢালা হয়। এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের বড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা। সকাল থেকেই সাজো সাজো রব।
১২০ বছর ধরে এই গ্রামে মনসা পুজো হয়ে আসছে। প্রতিটি পরিবার একত্রিত হয়ে এই মনসা পুজোর আনন্দে মেতে ওঠে। পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
Social