টুডে নিউজ সার্ভিস, চুঁচুড়াঃ সচেতনতায় বেরিয়ে মেজাজ হারালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চায়ের দোকানে বসে থাকা এক প্রৌঢ় মাস্ক পড়তে না চাওয়ায় রীতিমতো চড় মারতে উদ্যত হন তিনি। ঘটনাটি ঘটেছে হুগলী-চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের হুগলি স্টেশন রোড এলাকায়। ওই ওয়ার্ড কনটেইনমেন্ট জোন হওয়ায় বৃহস্পতিবার সকালে তৃণমূল কর্মীদের নিয়ে সচেতনমূলক বার্তা দিতে বের হয় বিধায়ক। করোনা সম্পর্কে সচেতনতার প্রচারের পাশাপাশি যে সকল মানুষের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দিয়েছিলেন বিধায়ক।
হঠাৎই এক চায়ের দোকানে ঢুকে মাস্ক পড়াতে যায় এক প্রৌঢ়কে। কিন্তু সেই বয়স্ক ব্যক্তি মাস্ক পড়তে না চাওয়ায় মেজাজ হারিয়ে ফেলেন বিধায়ক সেই বয়স্ক ব্যক্তিকে চড় মারতে উদ্যত হন বিধায়ক। এই ঘটনা জানাজানি হতেই বিধায়কের বিরুদ্ধে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির সদস্যরা।
ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন, এই হচ্ছে বিধায়কের সংস্কৃতি। তিনি কিনা সচেতনমূলক বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে। এই তার নমুনা।
Social