Breaking News

সবুজ সাথীর সাইকেল বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, গুলি লেগে আহত ৫

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সবুজ সাথী প্রকল্পের সাইকেল চুরি করে বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলি লেগে আহত দুই পক্ষের প্রায় পাঁচ জন। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার কৈখালী এলাকায়। তৃণমূলের অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মীরা সবুজ সাথী প্রকল্পের সাইকেল চুরি করে বিক্রি করেছিল। সেই ঘটনা হাতেনাতে ধরে ফেলে তৃণমূল কর্মীরা। এরপরই তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজনা আরও বেড়ে যায়।

    প্রথমে হাতাহাতি পরে হঠাৎ বন্দুক বের করে প্রকাশ্যে গুলি চালানো মত ঘটনা ঘটে। গুলি লেগে দুই পক্ষের প্রায় পাঁচ জন আহত হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার নীলরতন হাসপাতালে । ঘটনার পর দুই পক্ষের কর্মীরাই হাসপাতালে এসে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূলের প্রাক্তন সভাপতি সমীর পোদ্দার।

    জানা যায়, হাসপাতালে মধ্যেই এক তৃণমূল কর্মীর কাছ থেকে হঠাৎ একটি রিভলবার মাটিতে পড়ে যায়। যদিও সমীর পোদ্দারের দাবি ওটা তাঁর দেহরক্ষী ছিল। বিজেপির দাবি, তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল সরকারি সাইকেল বেআইনিভাবে বিক্রি করেছিল তাঁর প্রতিবাদ করাতেই এই হামলা। ঘটনার জেরে এখনও পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে ওই এলাকাজুড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় জোরকদমে চলছে হাঁসখালি থানার পুলিশের টহলদারি। এর পাশাপাশি কি কারনে এই ঘটনার সূত্রপাত বা কোন পক্ষ গুলি চালিয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *