বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ তিন মাস ধরে জল যন্ত্রণা তার উপরে অতি ভারী বৃষ্টি, একাধিক বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে অনেক পরিবারই ঘরছাড়া। দীর্ঘদিন ধরে গোটা এলাকা জলমগ্ন হয়ে থাকার কারণে বিষধর সাপ ও বিষাক্ত পোকামাকরে ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষ। একাধিকবার পঞ্চায়েত প্রধান সহ গ্রামের মেম্বারকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ এলাকার মানুষের। ধৈর্যচ্যুত হয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলারা। ঘটনাটি শান্তিপুর নৃসিংহপুর উত্তর কলোনি এলাকায়, এলাকার মানুষের অভিযোগ প্রায় তিন মাস ধরে জল যন্ত্রণা ভোগ করছেন তারা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। এমনিতেই দীর্ঘদিন ধরে ওই এলাকায় জল জমে থাকার কারণে সেই জল পঁচে গিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। জমা জল ডিঙিয়ে চলাফেরা করতে হচ্ছে এলাকার মানুষের, ইতিমধ্যে এই পচা জল থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাই রীতিমতো আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাদের। ওই এলাকার শিশু থেকে শুরু করে বয়স্করা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
এলাকার মানুষের অভিযোগ একাধিকবার গ্রামের পঞ্চায়েতের প্রধানসহ মেম্বারকে জানিয়েও কোনো লাভ হয়নি। এলাকার মহিলারা বলেন দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে কবে তারা মুক্তি পাবে, নিম্নচাপের কারণে যেভাবে প্রতিদিনই ভারী বৃষ্টিপাত হচ্ছে এলাকার বেশিরভাগ মানুষকে এবার ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে পানীয় জল দূষিত হওয়ার সম্ভাবনা, এছাড়াও এলাকার অনেক মানুষ ইতিমধ্যে চর্মরোগে আক্রান্ত হয়েছে।