প্রবীর মণ্ডল, বর্ধমানঃ এবছরও করোনা আবহেই সম্পন্ন হয়েছে দুর্গাপুজো। আসান থেকে ভাসান সমস্তটাই মানতে হয়েছে কোভিড বিধি। এই পরিস্থিতে আবারও শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর পরেই কালীপুজো বা শ্যামাপুজো। বর্ধমান ২ ব্লকের স্বস্তিপল্লী ক্রিকেট অ্যাসোসিয়েশন এবার কালী পুজোয় ২৫তম বর্ষে পদার্পণ করবে। খুঁটি পূজার মধ্য দিয়ে তারা পূজার প্রস্তুতি শুরু করে দিলো। তবে প্রত্যেক বছরই পুজো করে আসছে কিন্তু ছোট করে। এবছর তারা একটু অন্যভাবে বড় ভাবনা নিয়ে আয়োজন করতে চলেছে এ বছরের এই পুজোর।
ক্লাব সম্পাদক পার্থ সাহা জানান, আমরা প্রত্যেক বছরই পুজো করি কিন্তু ছোট করে এ বছর আমরা প্রথম এত বড় করে এবং থিমের পুজো থিম বড়মা পুজো করবো। আমরাই প্রথম এবছরই বৈকন্ঠপুরের মধ্যে ২১ ফুটের প্রতিমার পুজো করতে চলেছি।