ফের দুর্ঘটনা, জাতীয় সড়কে বাস ও লড়ির সংঘর্ষ

Burdwan Today
1 Min Read

 

   টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। রবিবার সকালে বর্ধমান শহর সংলগ্ন  বাম বটতলা এলাকায় একটি টাউন সার্ভিস বাসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি লরি। বাসটি পাল্টি খেয়ে জাতীয় সড়কের পাশে নয়নাজুলিতে পড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ঘটনায় ৭ জন বাসযাত্রী আহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে অনাময় হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে।ঘটনাস্থলে আসে শক্তিগড় ও বর্ধমান থানার পুলিশ। 

      স্থানীয়দের বক্তব্য, জাতীয় সড়কে ঠিকভাবে রক্ষনাবেক্ষন হয় না। জাতীয় সড়কের পাশে খানা খন্দে ভর্তি। এদিন এলাকার বাসিন্দারা উদ্ধার কাজে পুলিশের সাথে হাতে হাত লাগিয়ে চিকিৎসা কেন্দ্রে পাঠায় আহতদের। সাধারন মানুষের আরও অভিযোগ, জাতীয় সড়কের উপর একটি ট্রেনিং কার উঠে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা। কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে একটি টাউন সার্ভিস বাস আসছিল। সেই মুহূর্তে একটি ট্রেনিং কারের চাকা রাস্তা পাশে থাকা গর্তে আটকে পড়ায় গাড়িটি থেমে যায়। তখন একটি  টাউন সার্ভিস বাস বর্ধমানের দিকে আসছিল। ঐ ট্রেনিং কারটিকে দেখে বাসটি ব্রেক করে পিছনে থেমে যায়। আর পিছনে কলকাতা থেকে দুর্গাপুর গামী এক দ্রুতগামী লড়ি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে।  তার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রায় ঘন্টাখানেক পর স্বাভাবিক হয় জাতীয় সড়কে যানচলাচল। 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *