সংক্রমণ রুখতে বর্ধমানে জারি হল নাইট কার্ফু

Burdwan Today
1 Min Read

 

    টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার  থেকে ফের নাইট কার্ফু শুরু হল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। প্রশাসন সূত্রের খবর যতদিন পর্যন্ত কোনো নির্দেশিকা না আসছে ততদিন পর্যন্ত চলবে এই নাইট কার্ফু। এদিন রাতে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অনান‍্য পুলিশ কর্মীরা বর্ধমানের পারবিরহাটা থেকে উল্লাস মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় পথচলতি মানুষদের সর্তক এবং সচেতন করতে রাস্তায় নামেন। 

   পাশাপাশি যারা মাস্ক না পরে বাইরে বেরিয়েছে চারচাকা দুচাকা নিয়ে তাদের হাতে মাস্ক তুলে দিলেন আইসি সুখময় চক্রবর্তী এবং তাদের বলে দিলেন ১১টার পর যাদের বাইরে দেখতে পাবে কড়া হাতে পদক্ষেপ নেবে। শুধুমাত্র এমার্জেন্সি নাসিংহোম হসপিটাল রুগিদের জন‍্য রাত্রে ছাড় পাওয়া যাবে। এছাড়াও তিনি বলেন মাস্ক না পরে বেরোলে গ্ৰেফতারও করা হতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *