দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনা ভাইরাসের অতি সক্রিয়তা বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, প্রায় ২২ মাস পরে অপেক্ষার অবসানে আনন্দিত ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক মহল। করোনা, লকডাউন, বন্ধ ব্যবসা ক্ষেত্র থেকে স্কুল, কলেজ এবং ব্যবসায়িক অন্যান্য প্রতিষ্ঠান।
স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বাদে প্রায় সবার বন্ধ গেট খুলে গেছে একে একে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গেট যেন কিছুতেই খুলছিলোনা, অবশেষে ১৬ নভেম্বর মঙ্গলবার সেই সময় উপস্থিত। অতএব সমস্ত উৎকণ্ঠার অবসান, মঙ্গলবার খুলছে স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা দুয়ারে দুয়ারে গিয়ে ছাত্র ও ছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য অভিভাবকদের কাছে অনুরোধ করতে দেখা গেল। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, দীর্ঘ মাস ধরে বন্ধ ছিল স্কুল তাই সকল ছাত্র-ছাত্রীদের স্কুল মুখী করতে আমরা আজ প্রত্যেক ছাত্র-ছাত্রীদের দুয়ারে দুয়ারে হাজির হয়েছি।