বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ দীর্ঘ টালবাহানার পরে অবশেষে রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে খুলে গেল কলেজ গুলিও। একইভাবে খুলে গেল শান্তিপুর কলেজ, কলেজের নির্দিষ্ট সময় অনুযায়ী কলেজে প্রবেশ করতে দেখা গেল কলেজ পড়ুয়াদের। যদিও দীর্ঘ দিন বাদে কলেজ খুলে যাওয়ার ফলে অনেকটাই আনন্দিত কলেজ পড়ুয়ারা, তবে অনেক আগেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুলে দেওয়া দরকার ছিল বলে মনে করছেন পড়ুয়ারা। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার কারণে কলেজের পঠন পাঠন ঠিক কি অবস্থায় রয়েছে তা নিয়ে আগে থেকেই খতিয়ে দেখেছেন কলেজে কর্মরত শিক্ষকরা। মঙ্গলবার সকাল দশটা বাজতেই খুলে গেল শান্তিপুর কলেজের গেট, কিন্তু অনেক কলেজ পড়ুয়াদের দেখা গেল মুখে মাস্ক না পড়েই কলেজের ভেতরে প্রবেশ করতে।
যদিও যেসব কলেজ পড়ুয়ারা মুখে মাস্ক না পড়ে প্রবেশ করছে তাদের প্রত্যেককে সচেতন করতে উদ্যোগ রানাঘাট জেলা সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। প্রত্যেক কলেজ পড়ুয়াদের কে একটি করে মাস্ক তুলে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। যদিও সমস্ত স্কুল এবং কলেজ খুলে দেওয়া হলেও রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে একাধিক বিধি নিষেধ, এখন কতটা বিধিনিষেধ মেনে ছাত্র-ছাত্রী ও কলেজ পড়ুয়া রা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে বিধি-নিষেধ মানবে তা বোঝা যাবে আগামী দিনে স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী।
Social