প্রবীর মণ্ডল, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বিবেকান্দ কলেজ মোড়ের পাশে হাজারা মাঠের কাছে অম্বিকা আবাসন থেকে পাঁচটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয় সোমবার। আবাসনে কিছু পেঁচা রয়েছে বাচ্চা সহ এমনই খবর আসে বর্ধমান অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের কাছে। খবর পেয়ে সংস্থার সদস্য অর্ণব দাস ও তার এক সঙ্গীকে নিয়ে তা উদ্ধারের জন্য সংস্থার সদস্যরা হাজির হয়। অম্বিকা আবাসন থেকে তারা পাঁচটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করে।
সংস্থার সদস্য অর্ণব দাস জানান, এই আবাসন থেকে আমাদের কাছে ফোন আসে এখানে বেশ কয়েকটি পেঁচা রয়েছে। ফলে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে টেকা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়ে আমরা পাঁচটি পেঁচাকে উদ্ধার করে নিয়ে আসি। তিনি আরও জানান, বর্তমানে আস্তে আস্তে এই লক্ষ্মীপেঁচা বিলুপ্তির পথে। তার মূল কারণ চোরাকারবারী। এরা প্রধানত ছোট ছোট পাখি, ইঁদুর ইত্যাদি ধরে খায়। তাই এ জায়গাটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। উদ্ধার হওয়া পেঁচা গুলিকে প্রাথমিক চিকিৎসা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
Social