তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ অদৃশ্য ভাইরাস করোনার কবলে পড়ে দীর্ঘ প্রায় কুড়ি মাস বন্ধ ছিল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার গ্রাফ একটু নিম্নমুখী হতেই ১৬ নভেম্বর মঙ্গলবার থেকে খুলে দেওয়া হলো স্কুল-কলেজ। সরকারি বিধিনিষেধ মেনে রাজৈরে বিভিন্ন জেলার পাশাপাশি এদিন মুর্শিদাবাদ জেলার কান্দির বিভিন্ন স্কুলে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করার সুযোগ পেল পড়ুয়ারা।
স্কুল মুখী হয়ে অনলাইন ছেড়ে অফলাইন অর্থাৎ স্যার দের সামনে বেঞ্চে বসে ক্লাস করার সুযোগ পেল পড়ুয়ারা। এতে ছাত্র-ছাত্রী থেকে পড়ুয়া ও অভিভাবকগণ খুবই আনন্দিত। শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রবেশদ্বারে সকল পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের থার্মাল চেকিং করে হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে প্রবেশ করানো হয়। এমনি দৃশ্য দেখা গেল কান্দি শ্রী বিষ্ণু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।