গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ পোস্ত ও তামাক চাষের উপর নিষেধাজ্ঞা জারি করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার আবগারি দপ্তর। বৃহস্পতিবার দাঁইহাট মোড়ে ও কাটোয়া ২নং ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে আবগারি দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে পোস্ত ও তামাক চাষ না করা হয় সেই বিষয়ে এলাকার মানুষদেরকে সচেতনতা করা হয়। দেওয়ালে দেওয়ালে পোস্টারও লাগানো হয়।
তারা জানান, ‘পোস্ত ও তামাকের রস থেকে মাদক ব্যবসায়ীরা আফিম-হিরোইনের মতো মাদক তৈরি করে যা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে মানুষকে। তাই আপনারা পোস্ত বা তামাক চাষ থেকে বিরত থাকুন নয়তো এই চাষ করার জন্য আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কম করে ১০ বছরের জেল ও এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে’। কাটোয়া প্রশাসনের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।
Social