বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল এক নাবালিকা কন্যার বিবাহ অনুষ্ঠান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নদীয়ার নবদ্বীপ থানার মহিশুরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়া এলাকায়। অভিযোগ এই দিন সন্ধ্যায় মহিশুরা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ইয়াসিন শেখের ১৫ বছরের নাবালিকা কন্যার বিবাহ অনুষ্ঠান হচ্ছিল শান্তিপুরের বাসিন্দা এক যুবকের সাথে। যার ফলে বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইয়াসিন শেখের বাড়িতে উপস্থিত হয়েছিলেন আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা।
এরপর নাবালিকা কন্যার বিবাহের খবর পেয়ে তড়িঘড়ি ইয়াসিন শেখের বাড়িতে পৌঁছায় নবদ্বীপ ব্লক প্রশাসন আধিকারিক সহ স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা। ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রধান ও পুলিশের হস্তক্ষেপে ওই নাবালিকার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিতে পারবেনা তাঁর পরিবার বলে লিখিত আকারে মুচলেখা লিখিয়ে নিয়ে বিবাহের অনুষ্ঠান বন্ধ করে দেয় উপস্থিত প্রশাসনিক আধিকারিকেরা। যদিও এই দিন ইয়াসিন শেখের কন্যার বিবাহের আশীর্বাদের অনুষ্ঠান চলছিল বাড়িতে বলে দাবি করেছে ওই নাবালিকার পরিবার। তবে বালিকাটির বিবাহযোগ্য বয়স না হওয়া পর্যন্ত তাঁরা বিবাহ অনুষ্ঠান কোনভাবেই করতে পারবেন না বলে এইদিন মেনে নিয়েছেন ইয়াসিন শেখের পরিবারের লোকজন।
Social