তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মাধুনিয়া এলাকায় ”বিমলচন্দ্র কলেজ অফ ল“-এর প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবী বিমলচন্দ্র সিনহার ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হল।
বুধবার কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল প্রাঙ্গণে বিমলচন্দ্র সিনহার প্রতিকৃতিতে মাল্যদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে তাঁর স্মৃতিচারণ এবং তাঁর কৃতিত্বের কথা ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরা হয়। যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে কান্দি বিমল চানাদ্র কলেজ অফ ল কর্তপক্ষ।
Social