প্রবীর মণ্ডল, বর্ধমানঃ ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘোরে কে বা বলতে পারে! এমনি অভিজ্ঞতার সাক্ষী রইল বর্ধমান দু’নম্বর ব্লক। লটারির টিকিটে নিমেষে ভাগ্য বদল হল বর্ধমান ২ এর বাম এলাকার যুবকের। লটারিতে কোটি টাকা জেতার পর নিজেও যেন ঘাবড়ে জান শেখ হীরা। তিনি জানান আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। একটি লটারির টিকিট কেটেছিলাম। তাতেই বৃহস্পতিবার প্রথম পুরস্কার হিসাবে উঠে আসে এক কোটি টাকা। এই টাকাই কি করবো! যেন বুজে উঠতে পারছি না। শেষ পর্যন্ত শক্তিগড় থানার দ্বারস্থ হন তিনি। পরক্ষণে তিনি জানান লটারিতে জেতা টাকায় অসুস্থ মাকে চিকিৎসা করবো এবং বাড়ি করবো।
তাঁর লটারি টিকিট কাটার প্রতি ঝোঁক অনেকদিনের। কিন্তু এভাবে যে কোটি টাকা জিতে যাবেন তা ভাবতেও পারেননি শেখ হীরা। অন্যদিকে টিকিট বিক্রেতা শেখ হানিফ জানান, অনেক বছর ধরে টিকিটের ব্যবসা করছি কিন্তু কোনো বার এত বড় অঙ্কের পুরস্কার আমার দোকান থেকে ওঠেনি আজ আমি এমন পুরস্কার আমার দোকান থেকে দিতে পেরে খুবই খুশি। পাশাপাশি আমার দোকান থেকে এমন বড় অঙ্কের প্রথম পুরস্কার উঠে আসার দরুন টিকিট বিক্রি কিছুটা বাড়বে বলে আশা করছি।
Social