পাপু লোহার, কাঁকসাঃ পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে বেআইনি ভাবে গাছ কেটে পাচারের অভিযোগ উঠলো একদল অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে। এলাকাবাসীদের অভিযোগ, সবুজ ধংস করে একদল অসাধু ব্যক্তি জেসিবি দিয়ে বড় বড় গাছ কেটে তা পাচার করছিল অন্যত্র। বৃহস্পতিবার বিকাল নাগাদ নজরে আসলে স্থানীয়রা পানাগড় বনদফতরের রেঞ্জারকে বিষয়টি জানান।
পানাগড় বন দপ্তরের রেঞ্জার সুভাষচন্দ্র পাল জানিয়েছেন, তারা সূত্র মারফত খবর পেয়ে ছুটে যান। রাস্তায় একটি ভ্যানে করে গাছ কেটে পাচার করা হচ্ছিলো। সেই সময় হাতে নাতে ধরা হয় এবং গাছের গুঁড়ি বোঝাই মোটর ভ্যান সহ দুই জনকে আটক করা হয়েছে। এর আগেও বিপুল পরিমাণে ওই এলাকার গাছ কেটে পানাগড় বাজারের একটি মিলে নিয়ে যাওয়া হয়েছে সেটা তারা খবর পেয়েছে। সেই মিল মালিককে ডেকে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হোচ্ছে কারা এই ঘটনার সাথে যুক্ত আছে।