টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণের বিলের বিরোধিতায় দেশ জুড়ে দু’দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক গুলির অফিসার্স ও কর্মচারী সংগঠনগুলি। পাশাপাশি বড় ধরণের আন্দোলনের পথে যেতে পারে ব্যাঙ্ক গুলির অফিসার্স ও কর্মচারী সংগঠনগুলি। এদিন ভারতবর্ষের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার দাবিতে বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। ১৬ ও ১৭ ডিসেম্বর দু’দিনের ব্যাক ধর্মঘটে শামিল ন’টি ইউনিয়ন। ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ব্যাঙ্ক কর্মীরা। ব্যাঙ্কের গেটের সামনেথেকেই ফিরে যেতে হয় গ্রাহকদের। ফলে চরম সমস্যায় পরেন গ্রাহকরা।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশনের সর্ব ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া অফিসার্স এ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল) বর্ধমান মডেলের চিপ সেক্রেটারি প্রবীর সর্কেল বলেন, গত বাজেট অধিবেশনে ভারতবর্ষের অর্থমন্ত্রী দুটি ব্যাঙ্ক বেসরকারী করনের ঘোষনা করেছিলেন। বাদল অধিবেশনে সেটি কার্যকারী হয়নি। কিন্তু লক্ষ্য করে দেখা গেছে শীতকালীন অধিবেশনে সেই বিল আনার চেষ্টা করা হয়েছে। এরই প্রতিবাদে ১৬ এবং ১৭ ডিসেম্বর সারা ভারত ব্যাঙ্ক ধর্মঘট। এই ধর্মঘট সাধারণ মানুষের জন্যই বলে জানান তিনি। প্রবীর বাবু আরও বলেন, ভারতবর্ষের অর্থনৈতিক, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার দাবীতে এই ধর্মঘট।
Social