ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত |
বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ গত ৬ বছর আগে বিয়ে হয় তাহেরপুর থানার টাকশালের সোনিয়ারী মণ্ডলের সঙ্গে তাহেরপুর থানার টাকশালের বাসিন্দা সফিউদ্দিন মন্ডলের। সোনিয়ার বাড়ির লোকের অভিযোগ স্ত্রীকে নির্যাতন করতো স্বামী এবং শ্বশুরবাড়ির লোক সেই কারণে গত তিন মাস আগে সোনিয়া তার বাড়িতে চলে আসে। বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য এদিন আইনজীবী তাকে আদালতে আসতে বলে। সেখানে উপস্থিত হয়ে স্বামী সফিউদ্দিন মন্ডল তাকে জোর করে তুলে নিয়ে যায় নবারুণ সংঘের মাঠে।
খোঁজাখুঁজির করে সেখানে পৌঁছায় সোনিয়ার মা এবং কাকা। সেখানেই বাদানুবাদ চলাকালীন পকেট থেকে অ্যাসিডের সিসি বের করে অ্যাসিড ছুড়ে মারে স্ত্রী সোনিয়ার মুখে। এই ঘটনায় ওই গৃহবধূর মা এবং কাকার গায়ে অ্যাসিড লাগে। বর্তমানে ওই গৃহবধূ রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।