অর্ঘ্য ব্যানার্জি, শক্তিগড়ঃ কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো শস্য গোলা বর্ধমানে। শুক্রবার বর্ধমান ২নং ব্লকের শক্তিগড় ব্রাহ্মণপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এই সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়। এদিন এই কেন্দ্রে এসে অনেক চাষী তাদের ধান বিক্রি করেন তারা জানান, ধান বিক্রির জন্য আরও বেশি কেন্দ্র খোলা হোক। আমরা খোলাবাজারে ধান বিক্রি করে যে দাম পাই তার থেকে অনেক বেশি দাম পাচ্ছি সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে। তবুও অনেক সময় আমাদের ফরেদের পাল্লায় পড়ে তাদের হাতে এই ধান তুলে দিতে হচ্ছে এই বিষয়ে প্রশাসন একটু নজর রাখুক তবে আমরা আরও উপকৃত হব।
এদিনের এই সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে আসেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি চাষীদের সঙ্গে কথা বলেন এবং কারোর কোনো অভিযোগ আছে কিনা সে বিষয়ে শোনেন। যদি কৃষকদের কাছ থেকে কোনো রকম অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি আরও জানান, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতিশীল। তার নির্দেশেই কৃষকদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে। এর ফলে ধান বিক্রি করা নিয়ে কৃষকদের যে সমস্যা ছিল তা অনেকটাই মিটে যাবে বলে মনে করছি।
Social