প্রবীর মণ্ডল, বর্ধমানঃ জাওয়াদের বিপর্যয়ে পাকা ধানের ক্ষতির পাশাপাশি আলুর বীজ জমিতে পচে নষ্ট হয়ে গিয়েছে। তাই নতুন করে আবার আলু বীজ বপন করতে শুরু করেছে শস্য গোলা বর্ধমানের চাষিরা।
বর্ধমান ২নম্বর ব্লকের গাংপুরের এক আলু চাষী জানান, দ্বিতীয় দফায় আবার আলু চাষ করছি। প্রথম দফায় আলু চাষ করে আলু তোলার সময় হয়ে গিয়েছিল কিন্তু তাতে জল ঢেলে দিলো প্রাকৃতিক দুর্যোগ। যদি কিছুটা লাভের মুখ দেখতে পাই তাই নতুন করে আবার বীজ বপন করছি। যদিও খরচ দ্বিগুণ হয়েছে।
পাশাপাশি বেশিরভাগই চাষীদের কাছ থেকে জানা যায়, তাদের অনেকেরই শস্য বীমা করা নেই, এমনকি অনেকে ঋণ নিয়ে চাষ করেছেন তাই সরকার যদি একটু দেখেন তাহলে তারা খুবই উপকৃত হবে।
Social