অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ বর্ধমান ছত্রছায়া পরিবারের উদ্যোগে শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়। নিশাকর যশ ও বিজলী যশ-এর স্মৃতির উদ্দেশ্যে রবিবার শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ হয়। এদিন ১০০ টি কম্বল তুলে দেওয়া হয় সাতগাছিয়া অধ্যুষিত কাটনা গ্রামে। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক বিশিষ্ট সমাজসেবী শ্রী মধুসূদন ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন শীতে কম্বল পেয়ে খুশি সকলে।