নববর্ষে খোলা থাকছে সর্বমঙ্গলা মন্দির

Burdwan Today
1 Min Read

    

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ইংরাজি নববর্ষে বন্ধ থাকছে না বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দির। সরকারী বিধিনিষেধ মেনেই মন্দিরে প্রবেশ করানো হবে ভক্তদের। করোনা সংক্রমণের কারনে রাজ্যের অনেক বড়ো বড়ো মন্দির বন্ধ থাকলেও মন্দির খোলা রাখার সিদ্ধান্তে অনড় বর্ধমান সর্ব্বমঙ্গলা মন্দির ট্রাস্ট বোর্ড। বাংলা ১লা বৈশাখের মতনই, ইংরেজি ১ জানুয়ারিতে মন্দিরে এসে পুজো দিতে পারবেন ভক্তরা। তবে সরকারী বিধিনিষেধ মেনেই চলবে মন্দিরে প্রবেশ।

বর্ধমান সর্ব্বমঙ্গলা মন্দিরের পুরোহিত তথা ট্রাস্ট বোর্ডের সদস্য অরুন ভট্টাচার্য বলেন, বিধিনিষেধ মেনেই ১ জানুয়ারিতে প্রবেশ করানো হবে ভক্তদের। অরুন বাবু আরও বলেন মানুষ এখন অনেক সচেতন। আবার কিছু কিছু মানুষ এখনও অসচেতন আছেন, যার ফলে একটু সমস্যা দেখা দেয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ভক্তদের ভির অনেকটাই কম  হবে বলে মনে করছি। 

বড়বেলুন এলাকার বাসিন্দা পুতুল গঙ্গোপাধ্যায় বলেন, মন্দির খোলা রাখা দরকার। বছরের প্রথম দিন অনেকেই পুজো দিতে আসেন। সকলে কোভিড বিধি মেনে মন্দিরে এলে কোনো সমস্যা নেই। তবে মানুষদের আর সেরকম ভাবে কোভিড বিধি মানতে দেখা যাচ্ছেনা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *