টুডে নিউজ সার্ভিস, ঠাকুরনগরঃ ভোর ৩:১০ প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেনের দাবিতে রাত দুটো থেকে ঠাকুরনগর রেল গেটে অবরোধ শুরু করেছে ফুল ব্যবসায়ীরা। রাত দুটো থেকে রেল লাইনের উপর ফুলের বোঝা ফেলে অবরোধ শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের বক্তব্য, প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনে তারা মূলত ফুল নিয়ে কলকাতায় যান। ফুলের ব্যবসা করে তাদের পেট চলে। সকালের দুটোতে ট্রেন না চললে তারা কলকাতায় যেতে পারবেন না এবং না খেয়ে মরতে হবে। ফলে অবিলম্বে ট্রেন চালু করতে হবে। যতক্ষণ না ট্রেন চালানোর হবে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান।
Social