পাপু লোহার, কাঁকসাঃ সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত ১৫ বছরের ঊর্ধ্বে ছাত্র-ছাত্রীদের করোনার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেইমতো বুধবার কাঁকসা উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত ১৫ বছরের ঊর্ধ্বে ছাত্র-ছাত্রীরা রয়েছে তাদের করোনার টিকা দেওয়া হয়। করোনার টিকা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। বুধবার কাঁকসা উচ্চ বিদ্যালয়ে ৪০০ জন ছাত্র-ছাত্রীদের করোনার টিকা দেওয়া হয়।
এদিন ছাত্র-ছাত্রীদের সাহস ও আশ্বাস দিতে এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্বল নন্দী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পল্লব ব্যানার্জি উপস্থিত ছিলেন। তাদের তত্বাবধানে দেওয়া হল টিকা। কাঁকসা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পল্লব ব্যানার্জি জানিয়েছেন, বিদ্যালয়ের ১৫ বছরের ঊর্ধ্বে ছাত্র-ছাত্রীদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে।
বুধবার ৪০০ জনকে করোনার টিকা দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে আসতে পারবে এবং তারা তাদের পড়াশোনা করতে পারবে। আপাতত এখন কোভিডের বাড়বাড়ন্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে।
Social