জীবনের লড়াই চালাতে শুধুমাত্র মনের জোরে হুইল চেয়ারে চেপে সেট পরীক্ষায় বসলো পিয়াসা

Burdwan Today
1 Min Read

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ জীবনের লড়াই চালাতে শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাড়ালেও মনের জোর থাকলে সেই লড়াইয়ে চালানো যে সম্ভব, তার অন্যতম উদাহরণ নদীয়ার শান্তিপুরের পিয়াসা  মহলদার। তার শরীরের উচ্চতা তিন ফুটেরও কম। হুইলচেয়ার ছাড়া হাটা চলার ক্ষমতা তার নেই। শুধুমাত্র মনের জোর নিয়ে পিয়াসা আজ ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় বসেছেন। মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী কলেজের আলাদা একটি ঘরে কার্যত শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছেন পিয়াসা।

 শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম শত কষ্ট সহ্য করেও জানিয়েছেন,’ পরীক্ষায় বসতে পেরেছি আমার স্বপ্নপূরণের একটি ধাপ পূরণ হল। আরও এগিয়ে যেতে চাই।’ বাবা উত্তম হালদার, মা সুপ্রিয়া হালদারের সঙ্গে হুইল চেয়ারে বসে এদিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছিলেন। হুইল চেয়ার সহ পিয়াসাকে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষায় সফলতা আসবে সে বিষয়ে স্থীর বিশ্বাস আসে পিয়াসার। জন্ম থেকে শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম পিয়াসা,  কিন্তু মনের জোরে এবার তিনি সেট পরীক্ষার্থী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *