টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ লাগামছাড়া করোনা সংক্রমণ বর্ধমান জেলায়, একাধিক জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা। জেলা জুড়ে করোনা সংক্রমণ রুখতে শুক্রবার রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষত বর্ধমান পুর এলাকায় কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়। শনিবার মেমারী পুরসভাও পুর এলাকায় বিধি নিষেধ জারি করে। উল্লেখ্য, শনিবার পূর্ব বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। তার মধ্যে বর্ধমান পৌর এলাকাতেই আক্রান্ত হয়েছেন ১৯১ জন। আর তাই এদিন থেকেই বর্ধমান পুর এলাকায় নতুন করে করোনার চেন ভাঙতে জারি করা হয়েছে কড়া বিধি নিষেধ।
এরই মাঝে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বিডিও অফিসের ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন গলসি ১ ব্লকের বিডিও। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই কালনা পৌরসভার ১, ৭, ৮, ৯, ১১, ১২, ১৫ এবং ১৮ নম্বর ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বর্ধমান পৌরসভার ১, ১২ এবং ২৭ নম্বর ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এছাড়াও জামালপুর ব্লকের ৫ টি এলাকা, বর্ধমান-১ ব্লকের ১ টি এলাকা, মেমারী থানার ১ টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
মেমারী পৌর এলাকায় ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মেমারী শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। সোম থেকে শুক্র সকাল ৭ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে। সোমবার থেকে শুক্রবার সকাল ৮ পর্যন্ত পাইকারী বাজার খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা থাকবে। সোনার দোকান সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।
Social