আশিস কুমার ঘোষ, হুগলিঃ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মজয়ন্তীতে বুধবার ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে এই দিনটি পালিত হয়। ১৮৬৩ সালের এই দিনে মহান মনীষীর তথা মহামানবের জন্ম হয় উত্তর কলকাতায়। একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক, লেখক ও সঙ্গীতজ্ঞ তাঁর জন্মদিন উপলক্ষে দশঘরা রামকৃষ্ণ সেবাশ্রমে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন লাইফ কেয়ার ব্লাডব্যাংক থেকে আগত ডাক্তারবাবুরা। এদিন মোট ২৮জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি রক্তদাতাদের হাতে ফলের প্যাকেট তুলে দেওয়া হয়। এদিনের সমস্ত অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন দশঘরা হাইস্কুলের শিক্ষক অনুপ সরকার ।
Social