পাপু লোহার, দুর্গাপুরঃ সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য সাথী ওয়ার্ডের উদ্বোধন করা হলো। এদিন স্বাস্থ্যসাথী ওয়ার্ডের উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার জল দপ্তরের মেয়র পারিষদ দীপঙ্কর লাহা, দুনম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি, কাউন্সিলর দীপেন মাঝি, দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরা।
দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, আজকে একদিকে যেমন সারা বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনন্দে মেতেছে অপরদিকে আজকের দিনেই কালা দিবস পালন করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আজকের দিনে বহু সেনা জওয়ান জঙ্গি হামলায় শহীদ হন। আজকের এই বিশেষ দিনে ভালোবাসার দিনে ভালো কিছু করার উদ্যোগ নিয়ে স্বাস্থ্য সাথী ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তারা এই ওয়ার্ডে ভর্তি হতে পারবেন। কারণ হাসপাতালে ভর্তি হলে অনেক সময় একটি বেড ভাগাভাগি করে থাকতে হতো। যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তারা নিজের মতো করে একটি বেডে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। আপাতত দশটি বেড নিয়ে ফিমেল ওয়ার্ড চালু করা হয়েছে। আগামী দিনে স্বাস্থ্য সাথী কার্ড হোল্ডারদের মেল ওয়ার্ড ও চালু করা হবে।