Breaking News

করোনার বাড়বাড়ন্ত কমতেই ফের চালু দুয়ারে সরকার

 

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ গত বিধানসভা ভোটের আগে থেকে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারের সরকার। বিগত বছরগুলোর মতো এ বছরও মঙ্গলবার বর্ধমান ২ ব্লকের বৈকুন্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতে শুরু হলো দুয়ারে সরকার। আর সরকারি দপ্তরে নয় এবার এক ছাঁদের তোলায় সব সুবিধা পাওয়ায় উপভোক্তারা খুবই খুশি। বিধানসভা ভোটে বিপুল জয় লাভ করে ক্ষমতায় ফেরার পর দুয়ারে সরকার চালু রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই কয়েক মাস অন্তর এই প্রকল্প হবে বলে ঘোষণা করেছিলেন তিনি তবে কয়েক মাস আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই প্রকল্পের কাজ বন্ধ করা হয়। তবে করোনার বাড়বাড়ন্ত কমতেই ফের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হলো দুয়ারে দরকার। বর্ধমান ২ ব্লকের বৈকুন্ঠপুর এক পঞ্চায়েতের জোতরাম বিদ্যাপীঠে মঙ্গলবার শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। শিবিরে উপভোক্তাদের সংখ্যা খুব কম থাকলেও লাইন ছিল চোখে পড়ার।

এই শিবির থেকে সুবিধা পাওয়া যাবে, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, রুপশ্রী, কন্যাশ্রী, মানবিক, লক্ষীর ভান্ডার, জয় জোহার, কৃষক বন্ধু, কিষান ক্রেডিট কার্ড, ১০০ দিনের কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয়, আধার সংক্রান্ত বিষয়, সহ বেশকিছু প্রকল্পের। পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্পে থাকছে করোনার টিকাকরণ ও স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পরিষেবা।

 এদিন শিবির পরিদর্শনে আসেন বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও সুবর্ণা মজুমদার, প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ আরও অনেকে।

About Burdwan Today

Check Also

মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *