পাপু লোহার, কাঁকসাঃ সগড়ভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় হাউজিং স্কুলের পুনর্গঠনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান আয়োজিত হল শুক্রবার। স্কুল ভবন মেরামত থেকে শুরু করে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুরে এসআরএমবি কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে আর্থিক সহায়তার মাধ্যমে এগিয়ে এসেছেন। সমাজসেবী আশিস কেশের উদ্যোগে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে স্কুলটিকে গড়ে তোলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্র নাথ পাল, মেয়র পারিষদ দীপঙ্কর লাহা বোরো চেয়ারম্যান সুনিল চ্যাটার্জি ও এসআরএমবি কর্তৃপক্ষ সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রায় ৪৬ বছরের পুরোনো ওই প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। বর্তমানে এই স্কুলে ২০০জন পড়ুয়া রয়েছেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
Social