প্রবীর মণ্ডল, বর্ধমানঃ “আপনার রক্তে বাঁচলে একটি প্রাণ,এই পৃথিবীতে আপনিই ভগবান।” করোনা পরিস্থিতিতে দেশজুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে। ফলে ব্লাডব্যাঙ্কগুলি প্রবল রক্তশূন্যতায় ভুগছে। যার ফলে বহু মুমূর্ষ রোগীকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এহেন পরিস্থিতি কিছুটা রক্ত সংকট মেটাতে পূর্ব বর্ধমানের বর্ধমান দু’ব্লকের স্বস্তিপল্লীর ভ্রাতৃ সংঘের উদ্যোগে এক সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। এদিনের এই রক্তদান শিবিরে মোট ৫০জন রক্তদাতা রক্তদান করেন এবং সেই সংগৃহীত রক্ত বেসরকারি হাসপাতাল ক্যামরির হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বৈকুন্ঠপুর ১নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, সহ ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে আরও অনেকে।
এদিনের এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিশীথ কুমার মালিক, উপপ্রধান জয়দেব ব্যানার্জি রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।
পাশাপাশি এদিন বিধায়ককে কাছে পেয়ে ভ্রাতৃ সংঘ ক্লাবের পক্ষ থেকে সম্পাদক অমিত সরকার এলাকার সকল সাধারণ মানুষের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্সের প্রস্তাব রাখেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবে এক সদস্য প্রশান্ত মজুমদার জানান, আমরা ক্লাবের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছি কিন্তু, কোভিড পরিস্থিতির জন্য এই শিবিরের বন্ধ ছিল। এ বছর থেকে আবার আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি এবং এলাকার সকল মানুষের খুব সাড়া পেয়েছি।
Social