চিত্র : অর্ঘ্য ব্যানার্জি |
প্রবীর মণ্ডল, বর্ধমানঃ এক অদৃশ্য মারণ ভাইরাস করোনা মহামারীর জেরে দীর্ঘ দুটো বছর বন্ধ ছিল বিদ্যালয়ে পঠন পাঠন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর শুরু হলো পাড়ায় পাড়ায় শিক্ষালয়, তা কিছু দিন চলার পর ফের ক্লাসরুমে আরম্ভ হল পড়াশোনা। আর এতে পড়ুয়ারা যেমন খুশি তেমনি শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক অভিভাবকরাও।
শনিবার বর্ধমান দু’নম্বর ব্লকের নান্দুড় বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন বিধায়ক নিশীথ কুমার মালিক। এদিন অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন এবং স্কুলে কোনো অসুবিধা রয়েছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন, তাদের পঠন-পাঠন কেমন চলছে সে বিষয়েও দেখেন। জানা যায়, এই স্কুলে শিক্ষকতা করতেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক।
এদিন বিধায়কের সঙ্গে স্কুল পরিদর্শনে উপস্থিত ছিলেন শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস।
Social