টুডে নিউজ সার্ভিস, রূপনারায়ণপুরঃ গত ১৮ ফেব্রুয়ারি হাওড়া জেলার আমতা অঞ্চলে ছাত্র নেতা আনিস খানের খুনের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলে পথসভা করে রূপনারায়ানপুর ডাবর মোড়ে রাস্তা অবরোধ করলো সালানপুর ডি ওয়াই এফ আই। সূত্র অনুসারে, আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। গত শুক্রবার রাতে কিছু মানুষ পুলিশের পোশাক পরে আনিসের বাড়িতে ঢোকে এবং তাকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে এমনই অভিযোগ করে এদিন ডাবর মোড়ে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন। সংগঠনের সালানপুর অঞ্চলের আহ্বায়ক আবীর ঘোষ বলেন তারা বিশ্বাস করেন হয়তো তারা পুলিশ ছিলেন না কিন্তু পুলিশের লোক সেজে এতো সহজে কি করে একজনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হল তার বিচার বিভাগীয় তদন্ত দরকার এবং রাজ্য সরকারকে অবিলম্বে দোষীকে খুঁজে শাস্তি দিতে হবে।
এই বিক্ষোভ সভাকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন এলাকার কৃষক সভার নেতৃত্ব গণেশ পন্ডিত, মহিলা সংগঠনের নেত্রী বহ্নি ঘোষ, গণতান্ত্রিক আন্দোলের নেতৃত্ব অশোক ব্যানার্জি। এছাড়াও উপস্থিত হয়েছিলেন সিপিএইএম-এর স্থানীয় অঞ্চল কমিটির সম্পাদক রণজিৎ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ সভা শেষ করে স্লোগান দিতে দিতে প্রায় শতকের বেশি লোক ডাবর মোড়ে পথ অবরোধ করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি তোলে।